ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্সেনিক বিশেষজ্ঞ ডা. শিবতোষ রায়ের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ২ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ ডা. শিবতোষ রায়ের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০১ সালের আজকের এই দিনে ৫১ বছর বয়সে রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা যান। 

কুড়িগ্রামের রাজারহাটের বৈদ্যেরবাজার গ্রামে জন্মগ্রহণ করেন শিবতোষ রায়। আন্তর্জাতিক এই আর্সেনিক বিশেষজ্ঞ ঢাকা কমিউনিটি হাসপাতাল, অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের যৌথ গবেষণার জন্য আর্সেনিক রোগী শনাক্ত করতে দেশের উত্তরাঞ্চলে যান। দিনাজপুরে আর্সেনিক রোগী শনাক্তের কাজ শেষে রংপুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ঢাকা কমিউনিটি হাসপাতাল, পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা। এ ছাড়াও তার আত্মার শান্তি কামনায় প্রতি বছর নিজ বাসভবন ও মন্দিরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি