ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভাষাসংগ্রামী এম এ ওয়াদুদের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২৮ আগস্ট ২০২১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাবা ভাষাসংগ্রামী এম এ ওয়াদুদের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী এম এ ওয়াদুদ ১৯২৫ সালের ১ আগস্ট চাঁদপুরের রাঢ়ির চর গ্রামে জন্মগ্রহণ করেন।

তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ গণতান্ত্রিক যুবলীগ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও কেন্দ্রীয় কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে ১৯৮৩ সালের ২৮ আগস্ট মৃত্যুর আগ পর্যন্ত বাঙালির ভাষা, স্বাধিকার ও অর্থনৈতিক মুক্তির সব আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ওয়াদুদ।

১৯৭৮ সালে জিয়াউর রহমানের আহ্বানে মন্ত্রিত্ব গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে তিনবার বিভিন্ন মেয়াদে কারাবরণ করেন এ ভাষাসংগ্রামী। ডায়াবেটিক ফুট সার্জারিতে বিশেষজ্ঞ শল্যচিকিৎসক জাওয়াদুর রহিম ওয়াদুদ (টিপু) তার একমাত্র ছেলে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি