ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

সায়াম উর রহমান সায়ামের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ৬ সেপ্টেম্বর ২০২১

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের একমাত্র ছেলে সায়াম উর রহমান সায়ামের দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের আজকের এই দিনে কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। 

এ উপলক্ষে সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশন আজ স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআনখানি এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

মরহুমের বাবা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও মা অ্যাডভোকেট সৈয়দা আরজুমান বানু নার্গিস ছেলের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি