ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

অধ্যাপক নোমানের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ৬ সেপ্টেম্বর ২০২১

বরেণ্য শিক্ষাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নোমানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। 

দিনটি উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত হবে।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রফেসর নোমান স্মৃতি ফাউন্ডেশন বেশ কিছু কর্মসূচি নিয়েছে। এ ছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য তার শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৭০ সালে তিনি সারা পাকিস্তানের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন এবং প্রেসিডেন্ট গোল্ড মেডেল লাভ করেন। ১৯৯২ সালে তিনি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি