ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য এএসএইচকে সাদেকের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর তিনি মারা যান। 

যশোর-৬ (কেশবপুর) আসন থেকে নৌকা প্রতীকে তিনি দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

এএসএইচকে সাদেক ১৯৩৪ সালের ৩০ এপ্রিল যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায় এবং সুন্দরবনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে তার অবদান রয়েছে। যার স্বীকৃতিস্বরূপ ও শিক্ষা বিস্তারে অবদানের জন্য তাকে ২০১০ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি, দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি