ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪

রাহাতুল্লাহ সরকারের ৩৯তম মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ১৮ অক্টোবর ২০২১

বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক রাহাতুল্লাহ সরকারের ৩৯তম মৃত্যুবার্ষিকী ১৮ অক্টোবর, সোমবার। তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য ও পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন। অবিভক্ত বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, দেশবন্ধু সি আর দাশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন তিনি।

রাহাতুল্লাহ সরকার ১৯৫৪ সালে তৎকালীন পূর্ব বাংলার এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে স্বৈরাচারী মুসলিম লীগবিরোধী যুক্তফ্রন্ট গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের বালুঘাট থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের দিনাজপুরের পার্বতীপুরের বাসভবনে কোরআনখানি, দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি