ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

এমএন লারমার মৃত্যুবার্ষিকী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ১০ নভেম্বর ২০২১

স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৩৮তম মৃত্যুবার্ষিকী ১০ নভেম্বর। ১৯৮৩ সালের এই দিনে তিনি নিজ দলীয় বিভেদপন্থিদের হাতে নিহত হন।

বুধবার ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে বিকেল ৩টায় তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, স্মরণসভা, প্রতিবাদী গান ও প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এমএন লারমা মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় কমিটির আহ্বায়ক খুশী কবির। জনসংহতি সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন আয়োজন করেছে স্মরণসভা, কালো ব্যাজ ধারণ, অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, প্রদীপ প্রজ্বালন ও ফানুস ওড়ানোর কর্মসূচি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি