ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১১ নভেম্বর ২০২১

বেতিয়ারা শহীদ দিবস বৃহস্পতিবার। ১৯৭১ সালের ১১ নভেম্বর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারায় দেশপ্রেম ও আত্মদানের এক অমর অধ্যায় রচিত হয়েছিল। এদিন পাকিস্তানি বাহিনীর সঙ্গে কয়েক ঘণ্টার সম্মুখযুদ্ধে জীবন উৎসর্গ করেন ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির বিশেষ গেরিলা বাহিনীর ৯ জন যোদ্ধা। 

বেতিয়ারার যুদ্ধে শহীদ হন- সিরাজুম মুনীর, নিজাম উদ্দিন আজাদ, শহীদুল্লাহ, বশির মাস্টার, আবদুল কাইয়ুম, জহিরুল হক দুদু, আওলাদ হোসেন, কাদের মিয়া ও সফিউল্লাহ। 

এ উপলক্ষে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বিবৃতিতে বেতিয়ারার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি