ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

১০ ডিসেম্বর : নড়াইল হানাদারমুক্ত দিবস

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১০:১৭, ১০ ডিসেম্বর ২০২১

নড়াইল হানাদারমুক্ত দিবস ১০ ডিসেম্বর। ১৯৭১ সালের এ দিনে নড়াইল থেকে পাকবাহিনীকে সম্পূর্ণরূপে বিতাড়িত করা হয়। হানাদারমুক্ত হয় নড়াইল জেলা। এর আগে কালিয়া এবং ৮ ডিসেম্বর লোহাগড়া মুক্ত হয়। এরপর বীর মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে ৯ ডিসেম্বর নড়াইল শহরে অবস্থান করেন।

১০ ডিসেম্বর ভোরে বীর মুক্তিযোদ্ধারা শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় অবস্থানরত পাকবাহিনীকে ঘিরে ফেলেন। শুরু হয় তুমুল সংঘর্ষ। এ সময় পাকবাহিনীর দুই সৈনিক নিহত হলে অধিনায়ক বেলুচ কালা খান ‘সারেন্ডার সারেন্ডার’ চিৎকার শুরু করেন। এরপর কালা খান ২২ জন পাকসেনা ও ৪৫ জন স্থানীয় রাজাকার এবং বিপুল অস্ত্রসহ আত্মসমর্পণ করে।

১৯৭১ সালের ১০ ডিসেম্বর বেলা ১১টার দিকে নড়াইল হানাদারমুক্ত হয় বলে জানান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর।

পরবর্তীতে ১৪ ডিসেম্বর মুক্তি পাগল হাজারো জনতার উপস্থিতিতে ডাকবাংলো প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ১০ ডিসেম্বর সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলমুক্ত দিবস পালিত হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি