ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মাদারীপুর মুক্ত দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ১০ ডিসেম্বর ২০২১

মাদারীপুর মুক্ত দিবস ১০ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে খলিল বাহিনীর ৩ শতাধিক মুক্তিযোদ্ধা ও পাকিস্তানী হানাদার বাহিনীর মধ্যে মাদারীপুরের সমাদ্দার নামক স্থানে একটানা ৩৬ ঘন্টা সম্মুখ যুদ্ধ হয়। সেই যুদ্ধে পরাজিত হয়ে এক মেজর ও ক্যাপ্টেনসহ ৩৯ জন হানাদার সদস্য মাদারীপুরের খলিল বাহিনীর নিকট আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে শত্রু মুক্ত হয় মাদারীপুর। 

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। সমাদ্দারের সম্মুখ যুদ্ধে শহীদ সর্বকনিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চুর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক (এমপি)। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান (এমপি), জেলা প্রশাসক রহিমা খাতুন, খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান প্রমুখ। 

মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
 
এছাড়া দিবসটি উপলক্ষে বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি