ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে

‘আমাদের ত্যাগ আমাদের বিজয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ১৩ ডিসেম্বর ২০২১

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন ‘আমাদের ত্যাগ আমাদের বিজয়’ অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৪ ডিসেম্বর রাত ৮টায়। এই বিশেষ আয়োজনে সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা জানানো হয়। 

সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর স্ত্রী শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী এবং মেয়ে ডা. নুজহাত চৌধুরী। 

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর জীবনের বিভিন্ন কথা ও মুক্তিযুদ্ধের সময় তাঁর ভূমিকা উঠে আসে। এছাড়াও পরবর্তীতে শহীদ পরিবারের নানা সংকট ও কষ্টের ঘটনা উল্লেখ করা হয়। 

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রুশো রকিব।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি