ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মহাকবি কায়কোবাদের ৭১তম মৃত্যুবার্ষিকী

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫২, ২১ জুলাই ২০২২

মহাকবি কায়কোবাদের ৭১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৫১ সালে ২১ জুলাই মৃত্যুবরণ করেন। ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন মহাকবি কায়কোবাদ।

কায়কোবাদ কবির সাহিত্যিক নাম হলেও তার প্রকৃত নাম কাজেম আল কোরেশী। তার পিতার নাম শাহমত উল্লাহ আল কোরেশী।                  

মাত্র ১৩ বছর বয়সে ১৮৭০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’ প্রকাশ হলে বাংলা সাহিত্যাঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়।

১৯০৪ সালে মহাকাব্য মহাশ্মশান প্রকাশ হলে তিনি মহাকবি উপাধি লাভ করেন। কবিতা লেখার পাশাপাশি তিনি দীর্ঘদিন নিজ এলাকা আগলা ডাকঘরে চাকরি করেন।
 
১৯২৫ সালের ২ সেপ্টেম্বর ‘নিখিল ভারত’ সাহিত্য সংঘ কর্তৃক কাব্যভূষণ ও সাহিত্য-রত্ন উপাধিতে ভূষিত তিনি।

ছাত্রজীবন থেকেই কবির কাব্যচর্চা শুরু হয়। অশ্রুমালা, অমিয় ধারা, প্রেমের ফুল, প্রেমের বাণী, গাওছ পাকের প্রেমের কুঞ্জসহ তার বহু সংখ্যক কবিতা রয়েছে।

মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদের সভাপতি কবির বংশধর নাজিম আল কোরেশী জানান, কবির মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ এলাকা আগলায় বৃহস্পতিবার বিকালে মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি