ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে একুশে টেলিভিশনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ১৪ এপ্রিল ২০২৩

নানা আয়োজনে লক্ষ্মীপুরে একুশে টেলিভিশনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

দিনটি উপলক্ষে শুক্রবার সকালে জনতার ঘরের সামনে থেকে টেলিভিশনটির লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হ্যাপী রোডের সামনে এসে শেষ হয় র‌্যালি। 

পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন পৌর সভার মেয়র মোজ্জামেল হায়দার মাসুম ভূইয়া। 

এই সময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং একুশে দশক ফোরাম সদস্য বৃন্দ।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি