ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে একুশে টেলিভিশনের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৬, ১৪ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরে একুশে টেলিভিশনের ২৪ বছরে পদার্পণ উৎসব নানা আয়োজনে পালিত হয়েছে ।

এ উপলক্ষে গাজীপুর জেলার লতিফপুর মডেল স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের শুরুতে শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন করেন। 

সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহি অফিসার তাজওয়ার আকরাম সাকাপি  ইবনে সাজ্জাদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল সাত্তার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শিক্ষাবিদ জমির আলী মৃধা, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি ফারদিন ফেরদৌস, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মাসুদ রানা,  দৈনিক ইত্তেফাকের স্থানীয় প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ হোসেন খোকন, একুশে টেলিভিশনের প্রতিনিধি অপূর্ব রায়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি