ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বইমেলা: পাঠকের আগ্রহের তালিকায় কবিতা-উপন্যাস (ভিডিও)

আদিত্য মামুন

প্রকাশিত : ১০:১০, ২০ ফেব্রুয়ারি ২০২৪

প্রাণের মেলায় জনমানুষের ঢলে বেচাবিক্রি বেড়েছে বইয়ের। শুধু লেখার মান না, প্রচ্ছদ দেখেও বই কিনছেন পাঠক-ক্রেতারা। আগ্রহের তালিকায় আছে কবিতা আর উপন্যাস। 

অমর একুশে বইমেলায় প্রতিদিনই আসছে নতুন বই। মোড়ক উন্মোচণ করে জানান দিচ্ছে পাঠকদের। প্রবাসী কবি আর দেশীয় রাজনীতিবিদের বইয়ের মোড়ক উন্মোচণে রাজনৈতিক অঙ্গণের লোকেরা। 

খুঁজে খুঁজে পছন্দের বই কিনছেন পাঠকরা। মানের সাথে আপোস না করে কিনছেন বই। 

পাঠকেরা জানান, যদি প্রচ্ছদটা অনেক সুন্দর হয় তখন হাতটা গেল, বইটা একটু উল্টালাম। সিলেক্ট করে আসার পর এখানে এসে দেখি প্রচ্ছদের উপর বইয়ের যে নামটা এর মধ্যে যেটা আকর্ষণ করছে সেটাই দেখছি।

তবে বই কেনায় গুরুত্ব পাচ্ছে প্রচ্ছদও। 

বিক্রেতারা জানান, যারা সত্যিকারের পাঠক তারা ভেতরে কি আছে সেটা খোঁজার চেষ্টা করে। যারা ঘুরতে এসেছে তারা প্রচ্ছদের উপর খেয়াল করেন। কোনটা সুন্দর ও আকর্ষণীয় ইত্যাদির উপর নজর দেন।

প্রচ্ছদশিল্পীরা কাজ পাচ্ছেন প্রকাশনী কিংবা লেখকরদের থেকে। 

অনেকেই নিজের বই নিজেই প্রকাশ করছেন মান বজায় রাখতে। 

মেলায় ১৯তম দিনে এসে বেড়েছে বেচাবিক্রি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি