কক্সবাজার ও বগুড়ার আদমদীঘী মুক্ত দিবস আজ
প্রকাশিত : ১২:৫৮, ১২ ডিসেম্বর ২০১৭
আজ ১২ ডিসেম্বর, কক্সবাজার ও বগুড়ার আদমদীঘী মুক্ত দিবস। এদিন মুক্তিযোদ্ধাদের বীরত্বের কাছে পাকিস্তানি শক্ররা হার মেনে পালিয়ে যায়।
পালিয়ে যাবার আগে তারা কক্সবাজারে ছাত্রনেতা শহীদ সুভাষ, শহীদ দৌলত ও ফরহাদসহ অসংখ্য সাহসী তরুণ মুক্তিযোদ্ধাদের নৃশংসভাবে হত্যা করে। এদিন কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। সারা জেলায় ছড়িয়ে থাকা বধ্যভুমিগুলো এখনো সংস্কার করা হয়নি। এদিকে নানা আয়োজনে আজ বগুড়ায় পালন করা হচ্ছে আদমদীঘী মুক্ত দিবস।
//এমআর