ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বইমেলায় প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ৩ ফেব্রুয়ারি ২০১৮

অমর একুশে গ্রন্থমেলাতে আগন্ত শারীরিক প্রতিবন্ধীদের যারা পায়ে হেটে চলাচল করতে পারে না তাদের জন্য মেলাতে হুইল চেয়ারের মাধ্যমে বিশেষ সেবা প্রদান করছে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। অমর একুশে গ্রন্থমেলাতে দ্বিতীয় বারের মতো সংগঠনের পক্ষ থেকে এসেবা দেওয়া হচ্ছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মুঈনুল ফয়সাল জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ও ডিএমসিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে এ কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, কোন বাধাই বইয়ের নেশাকে হার মানাতে পারে না। তাই তো শিশু থেকে শুরু করে সব শ্রেণির মানুষ আসেন বইমেলাতে। কিন্তু যারা শারীরিক প্রতিবন্ধী তো ইচ্ছে থাকলেও ঘুরে দেখতে পারে না। তাদের কথা মাথায় রেখে সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, হাটতে পারে না এমন ব্যক্তি মেলার গেট পর্যন্ত আসতে পারলে আর কোন চিন্তা নেই। আমার কোন বিনিময় ছাড়া হুইল চেয়ারে মেলার সব স্থান ঘুরতে পারবে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য রয়েছে বিশেষ হুইল চেয়ার। মেলার বই গেটে ১৫টি হুইল চেয়ারে এ সেবা দেওয়া হচ্ছে। হুইল চেয়ারের ব্যবস্থা করছে বাংলা একাডেমি ও সিএসএফ গ্রুপ।
প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পযর্ন্ত এবং শুক্রবার সকাল ১০টা থেকে ৮টা পযর্ন্ত এই সেবা মিলবে।

টিআর/এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি