ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বইমেলায় সুর্বণ আদিত্যের ‘দুধ পুকুরের সিঁড়ি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৩২, ১৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ভিন্নচোখ প্রকাশনী থেকে প্রকাশ পেল কবি সুর্বণ আদিত্যের প্রথম কবিতার বই ‘দুধ পুকুরের সিঁড়ি’। বইটি অমর একুশে গ্রন্থমেলায় ভিন্নচোখের ৫৮৪ ও ২৬ নাম্বার স্টলে পাওয়া যাবে। এছাড়া বইটি অনলাইন বুকশপ রকমারীতেও পাওয়া যাবে।

গতানুগতিক ধারার বাইরে এসে কবিতা লিখেছেন কবি সুবর্ণ আদিত্য। তার বলার ঢং, নিজস্ব ভাবনা, প্রেম-ভালোবাসা, দেশমাতৃকা, যুদ্ধ ও আত্মদ্বন্ধগুলিই সুনিপুণভাবে তুলে এনেছেন পাঠকের জন্য।  

সুর্বণ আদিত্য বলেন, আমি চেষ্টা করেছি কবিতার মাধ্যমে প্রেম ভালোবাসা, ‍যুদ্ধ, জীবনের নানা রুপকে তুলে ধরার। কবিতা পড়ার প্রতি মানুষের আগ্রহ আছে। তাই বই মেলায় এমন একটি কবিতার বই নিয়ে আসলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে। বইটি ভিন্নচোখের স্টলে পাওয়া যাবে।    

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি