ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

৭১’র ৩ মার্চ উত্তাল ছিল রাজশাহী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ৩ মার্চ ২০১৮

১৯৭১ এর মার্চে উত্তাল রাজশাহী। ৩ মার্চ ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয় এক কিশোর। মারা যাওয়ার আগে তিনি দেয়ালে রক্ত দিয়ে লিখে যান, ‘বীর বাঙালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’।

একাত্তরের ৩ মার্চে ঢাকায় জাতীয় অধিবেশন স্থগিতের খবরে উত্তাল হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মিছিল, সভা, সমাবেশ করে প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

২৫ মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর ক্যাম্পাস ছাড়তে থাকেন কেউ কেউ। আবার অনেকেই ক্যাম্পাসে মিছিল-মিটিং ছাড়াও যোগ দেন ভূবন মোহন পার্কের প্রতিবাদ সমাবেশে।

সেসময়ের প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক। তিনি জানান, ৩ মার্চ বিকেলে ভূবন মোহন পার্কে জড়ো হয়ে মিছিল করে ছাত্র-জনতা। মিছিলটি গণকপাড়া মোড়ে পৌঁছালে পুলিশের গুলিতে নিহত হয় এক কিশোর। আহত হয় আটজন।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি