ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বুদ্ধ পূর্ণিমা ও শবে বরাতে মার্কিন দূতাবাস বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ২৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:২৯, ২৯ এপ্রিল ২০১৮

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ রবিবার ২৯ এপ্রিল ও শবে বরাত উপলক্ষে আগামী বুধবার ২ মে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। এছাড়াও এক বিবৃতিতে দূতাবাস সংশ্লিষ্ট কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকার কথা জানানো হয়েছে।   
 
বিবৃতিতে বলা হয়েছে, বুদ্ধ পূর্ণিমা ও শবে বরাত বাংলাদেশের দুটি সরকারি ছুটির দিন। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি