বই মেলায় বিক্রয়ের শীর্ষে উপন্যাস [ভিডিও]
প্রকাশিত : ২৩:৪১, ৭ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০১৯
শুরুর সপ্তম দিনে জমে উঠেছে অমর একুশে গ্রন্থ মেলা। সপ্তাহের শেষ দিনে শিশু কিশোরসহ সব বয়সি মানুষের পদাচারণায় জমে উঠেছে প্রাণের বই মেলা।
শিশু কিশোরদের বিভিন্ন বই, কবিতা, উপন্যাসই বেশী বেচা কেনা বলে জানান বিক্রেতারা। বৃহস্পতিবার সব চেয়ে বেশী বই মেলায় এসেছে। এদিনে মোড়ক উন্মোচন হয়েছে ১৬১টি।
সপ্তাহের শেষ দিন সন্ধ্যার আগেই বাবা-মার হাত ধরে নতুন বই তথা জ্ঞানের সাথে পরিচিত হতে এসেছে আগামী প্রজন্ম। অনেক নতুন বইয়ের সমারোহ আর প্রাণের টানে জ্ঞান অন্বেষণে ছুটে আসছেন বই প্রেমিরা।
বাবা মায়ের হাত ধরে হাটি হাটি পা পা করে নতুন প্রজন্ম দেখছে তার পছন্দের বইটি। পছন্দ হলেই কিনে নিচ্ছেন সোনামনিরা।
বিশেষ করে ভূতের বই, কৌতুকের বই, সায়েন্স ফিকশনসহ অনেক বই কিনছেন শিশু কিশোররা।
প্রিয় বইয়ের খোজে মেলাজুড়ে পাঠকদের ভীড়। পছন্দসই বই পেলেই কিনে ফেলছেন অনেকে, অনেকে ব্যস্ত এখনও বই বাছাইয়ে।
অনেক নতুন নতুন বই এনেছেন প্রকাশকরা। তারা বলছেন, কবিতার বই বেশী হলেও উপন্যাসই বেশী বিক্রি হচ্ছে।
গেলো সাত দিনের তুলনায় আজ সব চেয়ে বেশী বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। আজকে নতুন বইয়ের সংখ্যা ১৬১টি। সব মিলিয়ে মেলার সপ্তম দিনে বই বের হয়েছে ৮৩২টি।
ভিডিও: https://youtu.be/7_wEWSV48Xk