ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সারাদেশে মহান স্বাধীনতা দিবস পালন (ভিডিও)

প্রকাশিত : ১১:৩২, ২৬ মার্চ ২০১৯ | আপডেট: ১২:১৮, ২৬ মার্চ ২০১৯

তোপধ্বনি ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন শহীদ স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে।

মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ময়মনসিংহে জাতির সূর্য্য সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়।

গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান স¦াধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

সকল যুদ্ধাপরাধীর বিচার দ্রুত সম্পন্ন করার দাবির মধ্যে দিয়ে জামালপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস।

সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধ্যা জানানো হয়।

চুয়াডাঙ্গায় শহীদ হাসান চত্বরে ও ঝিনাইদহ সদর থানার চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

যথাযথ মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হচ্ছে।

বিস্তারিত দেখতে ভিডিওতে ক্লিক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি