ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাল লা লিগা

প্রকাশিত : ১৯:৫২, ২৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আজ ২৬ মার্চ। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশ আজ স্বাধীনতার ৪৯তম বছরে পদার্পণ করেছে। আমাদের স্বাধীনতার ইতিহাস যেমন গৌরবের, ঠিক তেমনি বেদনার। এক সাগর রক্তের অর্জিত স্বাধীনতা আমাদের কাছে অহংকারের।

এই আনন্দঘন মুহূর্তে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা জানাচ্ছেন সব শ্রেণি-পেশার মানুষ। একই সাথে শুভেচ্ছা জানিয়েছে স্পেনের পেশাদার ফুটবল লিগ-লা লিগা।

নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাংলায় এ শুভেচ্ছা জানিয়েছে লিগটি। তাতে স্প্যানিশ লিগের লোগো ও বাংলাদেশের পতাকা সংযুক্ত করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশকে জানানো শুভেচ্ছায় লা লিগা লিখেছে, ‘লা লিগা এর তরফ থেকে, সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।

এদিকে দিবসটি উপলক্ষে ডুডল প্রকাশ করেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। লাল সবুজের ভেতরে নৌকায় মাঝিদের ছবি দিয়ে ডুডল প্রকাশ করে গুগল।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি