ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জাতীয় সংসদ ‘মুজিববর্ষ’ উদযাপন করবে

প্রকাশিত : ১২:৩৬, ১৬ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:৪১, ১৬ এপ্রিল ২০১৯

২০২১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। এ  উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ সময়কালকে ‘মুজিববর্ষ’ ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদ সচিবালয়ও মুজিববর্ষ উদযাপন করবে। এ ‍উপলক্ষে  উদযাপনের বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ।

এর অংশ হিসেবে আগামী ২৩ এপ্রিল বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয়ের কেবিন কক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় একাদশ সংসদের সংসদীয় কমিটির সব সভাপতি ও বিভিন্ন দফতরের প্রধানদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। ওই সভা থেকে মুজিববর্ষ উদযাপনে সংসদ সচিবালয়ের করণীয় ঠিক করা হবে।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, জাতীয় সংসদ যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে চায়।

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি