ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

২১ আগস্ট : ইতিহাসের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ২১ আগস্ট ২০১৯ | আপডেট: ০৯:৩৯, ২১ আগস্ট ২০১৯

আজকের দিনটি, কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ বুধবার, ২১ আগস্ট ২০১৯। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ২১ আগস্ট :
১৮৭৮ - প্রথম আমেরিকান বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা।
১৯১১ - লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরি হয়ে যায়।
১৯১৫ - ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫৯ - হাওয়াই আমেরিকার ৫০তম রাজ্যে পরিণত হয়।
১৯৯১ - লাটিভা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।
২০০৪- ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার এক সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়।

আজ যাদের জন্মতারিখ :
১৭৮৯ - অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ। ১৯৮৬ - বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।

আজ যাদের মৃত্যু হয় :
১৬১৩ - বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ।
১৬১৩ - বাংলায় শাসনকর্তা ইসলাম খাঁ।
১৯৪০ - রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কি।
১৯৪৩ - সাহিত্যে নোবেলজয়ী [১৯১৭] ডেনিশ লেখক হেইনরিক পন্টোপপিডান।

২০১৭ - সালে কোটি ভক্তকে চোখের জলে ভাসিয়ে পরপারে চলে নায়করাজ রাজ্জাক।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি