ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দোহার ব্লাড ব্যাংকের লিফলেট বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৫১, ৩ নভেম্বর ২০১৯

স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে ঢাকার দোহারে লিফলেট বিতরণ করেছে দোহার ব্লাড ব্যাংকের সদস্যরা। শনিবার বিকালে উপজেলার মৈনট ঘাটে তারা এ কর্মসূচি পালন করেন।

রক্তদাতাদেরকে উৎসাহিত এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও বেগবান করতে মৈনটঘাটে (মিনি-কক্সবাজার) আগত দর্শনার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানান দোহার ব্লাড ব্যাংকের সদস্যরা। সংগঠনটির এমন ব্যতিক্রমী ক্যাম্পেইনের প্রশংসা করেন আগত দর্শনার্থীরা।

‘আপনার রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানকে ধারণ করে দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান করে আসছে দোহার ব্লাড ব্যাংক।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি