ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ২১ নভেম্বর ২০১৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। দুর্নীতির বিরুদ্ধে জাতীয়ভিত্তিক কার্যক্রম জোরদার করতে ২০০৪ সালের এই দিনে দুর্নীতি দমন ব্যুরো থেকে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করা হয়।

দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ অনুসারে এই কমিশন প্রতিষ্ঠিত হয়। ২০০৪ সালের ২৩শে ফেব্রুয়ারি প্রেসিডেন্টের কাছ থেকে সম্মতি লাভ করে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪। দেশের দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং সমাজে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির দায়িত্ব এই আইনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের ওপর অর্পণ করা হয়েছে। কমিশন প্রতিষ্ঠালগ্ন থেকেই দুর্নীতির বিরুদ্ধে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করেছে।

দিবসটি উপলক্ষে আজ ঢাকায় কমিশনের প্রধান কার্যালয়সহ সারাদেশে দুদক অফিসগুলোতে আলোচনা সভাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় মিলনায়তনে আজ দুপুর ২টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আলোচনা সভায় দুদকের বিগত দিনের কার্যক্রম মূল্যায়ন ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হবে।

সভায় দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম ও ড. মো. মোজাম্মেল হক খান বক্তব্য দেবেন। কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে উপস্থিত থাকবেন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি