ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নানা আয়োজনে মৌলভীবাজার মুক্ত দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:২৮, ৮ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৪:৪১, ৮ ডিসেম্বর ২০১৯

১৯৭১ সালের এই দিনে (৮ ডিসেম্বর) মুক্তিযোদ্ধাদের দৃঢ় প্রতিরোধের মুখে টিকতে না পেরে মৌলভীবাজার থেকে বিতাড়িত হয় পাক হানাদার বাহিনী। 

মুক্তিযোদ্ধাদের বহুমুখী মরণ পণ লড়াই ও ভারত থেকে মুক্তি বাহিনী ক্রমশ ক্যাম্প অভিমুখে এগিয়ে আসার খবরে পাক বাহিনী ভীত হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ভোরে মনুব্রিজসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করে তারা পালিয়ে যায়। 

এরপর মুক্ত হয় মৌলভীবাজার শহর, উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

দিবসটি উপলক্ষে রোববার (৮ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমদ, মুক্তিযোদ্ধ কমান্ডার জামাল উদ্দিন প্রমুখ।
 
পরে এক বিজয় র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া, মুক্ত দিবস উপলক্ষে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি