ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাজশাহীতে স্বাধীন দেশের পতাকা ওড়ে ১৮ ডিসেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১৮ ডিসেম্বর ২০১৯

১৮ ডিসেম্বর, রাজশাহীবাসীর স্মৃতিপটে আঁচড় কেটে যাওয়া স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে (১৮ ডিসেম্বর) হানাদার মুক্ত হয় রাজশাহী। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও রাজশাহীতে স্বাধীনতার সূর্য ওঠে আরও দু’দিন পরে। অর্থাৎ ১৮ ডিসেম্বর রাজশাহী শহর শত্রুমুক্ত হয়।

মুক্তিবাহিনী, মিত্রবাহিনী ও গেরিলা যোদ্ধাদের ক্রমাগত আক্রমণে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদররা কোণঠাসা হয়ে পড়ে। দীর্ঘ নয় মাস বিভীষিকাময় সময়ের অবসান ঘটে এ দিনে। মুক্তিকামী জনতার ঢল নামে প্রতিটি সড়কে। 

মুক্তিযুদ্ধের সময় রাজশাহী অঞ্চল ছিল ৭ নম্বর সেক্টরে। বিদেশি প্রতিনিধিদের পরিস্থিতি জানাতে মুক্তিযোদ্ধারা সীমান্ত পার হয়ে আসে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে স্বাধীন বাংলার পতাকা তুলেন লাল গোলা সাব-সেক্টর কমান্ডার মেজর গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী। পরে পাকিস্তানি সৈন্যরা রাজশাহী ছেড়ে চলে যায় নাটোরে। তাদের দোসররা এখানে সেখানে লুকিয়ে যায়। খাদ্য সংকট এড়াতে বিভিন্ন পাড়া মহল্লা থেকে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর জন্য খাবার সরবরাহ করা হয়।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি