ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘বিশ্ব অ্যাজমা দিবস’ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ৫ মে ২০২০

আজ ‘বিশ্ব অ্যাজমা দিবস’। ‘অ্যাজমায় অনেক মৃত্যু’ -এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হচ্ছে। ১৯৯৮ সাল থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে। 

প্রথম স্পেনের বার্সেলোনায় ৩৫ দেশের প্রতিনিধিদের এক সম্মেলনে বিশ্ব অ্যাজমা দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা নামক একটি সংস্থা বিশ্ব অ্যাজমা দিবসের সংগঠক। অ্যাজমা প্রতিরোধে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ দিবসটি পালিত হয়ে আসছে।

বর্তমান প্রেক্ষাপটে দিবসটির গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ অ্যাজমা রোগীদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বহুগুণ বেশি। করোনায় অ্যাজমা রোগীদের মৃত্যুহারও বেশি।

গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা (Global Initiative for Asthma-GINA) করোনা মহামারির কারণে অ্যাজমা দিবসের সব অনুষ্ঠান বাতিল করেছে। সংগঠনটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে অ্যাজমা রোগীদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের ইনহেলার ও ওষুধ নিয়মিত ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি