‘দেশ রক্ষার কবজ’ বইয়ের মোড়ক উন্মোচন করবেন ইটিভি চেয়ারম্যান
প্রকাশিত : ১১:০২, ১৮ অক্টোবর ২০২৪ | আপডেট: ১১:০৩, ১৮ অক্টোবর ২০২৪
মা মাটি দেশকে পাপমোচন করে অনিয়ম দুর্নীতি মুক্ত সমৃদ্ধির স্বপ্নের সোনার বাংলা গড়তে সংগ্রামী রাজনীতিবিদ সাইদুল ইসলামের লেখা 'দেশ রক্ষার কবজ' বইটির মোড়ক উন্মোচন হতে যাচ্ছে।
আজ শুক্রবার বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলেনায়তনে একুশে টেলিভিশনের চেয়ারম্যান গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করবেন।
এতে দেশের বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক সহ বিভিন্ন স্তরে অবদান রাখা অতিথিরা উপস্থিত থাকবেন।
১৪ পৃষ্ঠার টেবলেট আকারের বইটিতে রাষ্ট্র কাঠামো সংস্কার, অনিয়ম দুর্নীতি মুক্ত স্বপ্নের বাংলা প্রতিষ্ঠা, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্যকে সফল করা সহ রাজনীতিতে স্বচ্ছতা আনতে করণীয় সম্পর্কে লেখা এবং কবিতায় লেখক সাইদুল ইসলাম নানা দিক ফুটিয়ে তুলেছেন।
সাইদুল ইসলাম সিরাজগঞ্জের এনায়েতপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা, ঢাকার তিতুমীর সরকারি কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক উত্তর লেখাপড়া শেষ করেন। তিনি শিক্ষা জীবন থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি নানা ব্যবসা পরিচালনার পাশাপাশি সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে রাজনীতিতে ৪০ বছর ধরে সম্পৃক্ত রয়েছেন।