ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মানুষের ভালোবাসা আজীবন বাংলাদেশে জিলিয়ান (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ৪ মে ২০১৮ | আপডেট: ১৩:০৪, ৪ মে ২০১৮

ব্রিটিশ নাগরিক জিলিয়ান এম রোজ। বাংলার মানুষকে ভালবেসে আজীবন থেকে গেলেন বাংলাদেশে। ৫৪ বছর ধরে তিনি সেবা দিয়ে চলেছেন মেহেরপুরের এক হাসপাতালে। যতদিন বেঁচে থাকবেন, এভাবেই সেবা দিয়ে যাবেন-এটাই তার একমাত্র চাওয়া।

মেহেরপুরবাসীর প্রিয় মুখ জিলিয়ান। বল্লভপুর হাসপাতালে ঢুকলেই চোখে পরে ৮৮ বছর বয়সী জিলিয়ান এম রোজকে। হাপাতালের এক বারান্দা থেকে অন্য বারান্দায় ছুটে বেড়ান তিনি।

১৯৬৪ সালে বাংলাদেশে আসেন জিলিয়ান এম রোজ। বরিশালে কয়েক বছর থেকে ফিরে যান নিজ দেশে। পরে ১৯৭৪ সালে আবার বাংলাদেশে ফিরে প্রথমে খুলনায় পরে যোগ দেন মুজিবনগর বল্লভপুর মিশন হাসপাতালে।

তার মমতাময় সেবায় মুগ্ধ রোগীরা। আর হাসপাতালে কর্মরতরা বললেন, জিলিয়ানের কাছ থেকে প্রতিনিয়ত শিখছেন তারা। এদিকে জিলিয়ানকে নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক।

মানবতাবাদী এই মানুষটি নিজ উদ্যোগে বাংলাদেশে গড়ে তুলেছেন বৃদ্ধাশ্রম। শেষ ঠিকানাও চান এদেশেই।

এক/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি