ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সম্প্রীতির নজির বাসাবোর বৌদ্ধ মহাবিহারে (ভিডিও)

আহম্মদ বাবু, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ২০ এপ্রিল ২০২২

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখছেন রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের ভিক্ষুরা। প্রতিদিন বিকালে ইফতারের আগে লাইনে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুদের থেকে ইফতার নেন স্বল্প আয়ের মানুষরা। এরমাধ্যমে সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্য সম্প্রীতি তৈরি হচ্ছে, বলছেন বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের সভাপতি। 

রাজধানীর বাসাবোর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। এখানে বৌদ্ধ ধর্মালম্বী মানুষেরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। কিন্ত রমজান মাস এলেই এখানে কম আয়ের মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করে বৌদ্ধ মহামন্দির কর্তৃপক্ষ।

এ প্রথা চালু করেছিলেন একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু সংঘনায়ক শুদ্ধনন্দ মহাথের।

বৌদ্ধ মহাবিহারে লাইনে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুদের থেকে ইফতারের প্যাকেট নেন স্বল্প আয়ের মানুষরা। সারাদিন রোজা রেখে ইফতার পেয়ে খুশি তারা।

স্বল্প আয়ের মানুষরা জানান, “শৃঙ্খলাভাবেই দেয়, সুন্দরভাবে নিয়ে ইফতারটা করি। গরীবের জন্য সুবিধাই হয়েছে।”

স্থানীয়রা বলছেন, ধর্ম-বর্ণ নিবিশেষে সবার জন্য প্রতিবছর বৌদ্ধ মন্দিরে ইফতার দিচ্ছে।

তারা বলছেন, “বৌদ্ধদের প্রতিষ্ঠানও আজকে মুসলমানদেরকে ইফতার দিচ্ছে। এতে করে বাংলাদেশে ধর্মের যে সম্প্রীতি এটা ফুটে উঠেছে। মানুষ মানুষের জন্য, মানুষের ভালবাসা ছাড়া তো কোন একটা সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয় না।”

বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের সভাপতি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখছেন বৌদ্ধ মহাবিহারের ভিক্ষুরা।

সভাপতি বুদ্ধিপ্রিয় মহাথের বলেন, “বাংলাদেশের যে সম্প্রীতি তাতে আমরা ভালভাবে বসবাস করছি। নিশ্চিন্তে বসবাস করতে পারতেছি, এটা আমাদের ইফতারের মাধ্যমে একটি উদাহরণ।”

প্রতিদিন যত মানুষই আসে কাউকেই খালি হাতে ফেরানো হয় না।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি