ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পদ্মা সেতু ঘিরে জমজমাট হবে দক্ষিণাঞ্চলের পর্যটন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৮, ১৯ জুন ২০২২ | আপডেট: ২২:০৭, ১৯ জুন ২০২২

দেশের যে কোন স্থান থেকে সময়ের ব্যবধানে দূরত্ব-কমাবে, পদ্মা সেতু। গতিশীল হবে, সামগ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্য। এই ইতিবাচক পরিবর্তনে বিদেশি বিনিয়োগও বেড়ে যাবে।

শুধু তাই নয়, দক্ষিণাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোও হয়ে উঠবে জমজমাট।

২৪ বছর আগে মোংলায় গড়ে উঠে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল-ইপিজিড। এখানে রয়েছে ৩১টি শিল্প প্রতিষ্ঠান। 

সুযোগ-সুবিধা থাকার পরও শুধু পণ্য সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না, বলেই বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারেনি, পঞ্চম বৃহত্তম ইপিজেডটি। চিরচেনা এই চিত্রের অবসান হচ্ছে, আশাজাগানিয়া পদ্মা সেতুর বদৌলতে। এবার, ঘুরে দাঁড়ানোর আশা সবার মাঝে।

একই ভাবে, বিস্তৃত সৈকত থাকার পরও বিদেশি পর্যটক টানতে পারছিল না, সমুদ্র সৈকত কুয়াকাটা। পাশাপাশি এখানে, সমুদ্রবন্দর, বিদ্যুৎ কেন্দ্রসহ নানান ব্যবসার অবকাঠামো প্রস্তুত হয়েছে এরিমধ্যে। 

এবার, এই অঞ্চলেরও সার্বিক অবস্থার পরিবর্তন আশা করছে, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। দেশের তৃতীয় বাণিজ্য কেন্দ্র হতে যাচ্ছে, কুয়াকাটা। 

এমনিভাবে দক্ষিণাঞ্চলের প্রত্যেকটি জেলায় সুফল এনে দেবে স্বপ্নের পদ্মা সেতু। যমুনা সেতুর চেয়ে কয়েকগুন বেশি সুফল অর্থনীতিতে বয়ে নিয়ে আসবে বলেই মত বিশ্লেষকদের। 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি