ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কার আগে কে পাড়ি দেবেন পদ্মাসেতু, অপেক্ষার অবসান (ভিডিও)

আতিক রহমান পূর্ণিয়া, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ২৬ জুন ২০২২ | আপডেট: ১৪:১০, ২৬ জুন ২০২২

Ekushey Television Ltd.

পদ্মায় সেতুতে ওঠার প্রথম সিরিয়াল পেতে কেউ জেগে থাকলেন সারারাত। কেউ অপেক্ষায় ছিলেন টানা ২৪ ঘন্টা। আনন্দ উচ্ছ্বাস আর আবেগের মাঝে সকাল ৬টায় খুলে দেয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। 

সকাল ৬টা, পূর্ব আকাশ রাঙ্গিয়ে পদ্মার বুকে উঠেছে নতুন সূর্য। আর বাংলাদেশও নতুন এই দিনে পেতে শুরু করেছে নতুন বিজয়ের স্বাদ।

কে ঠেকাকে কাকে, কার আগে কে পাড়ি দেবেন স্বপ্নের পদ্মা সেতু। এ যেন এক প্রতিযোগিতা শতশত যানবাহনের।

প্রথম পাড়ি দেয়া বাইক, কার, ট্রাক নিয়ে তারা সবাই এতোটাই আনন্দ প্রকাশ করলেন যা ভাষায় প্রকাশ করাও যেন কঠিন।

প্রথম পদ্মা সেতুতে ওঠার অনুভূতি ব্যক্ত করলেন এভাবে, “ধন্যবাদ প্রধানমন্ত্রীকে। মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করছে।”

শুধু এক নজর স্বপ্নের সেতু দেখাই বেশিরভাগের উদ্দেশ্য। পরিবার নিয়ে অনেকের যেন এ এক বনভোজন।

স্বপ্নের পদ্মা সেতু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে, আর তাই আগের মাঝ রাত থেকে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে প্রায় ১ কিলোমিটার জুড়ে সাধারণ যানবাহনের ভীড়। ভোড়া হওয়ার আগেই আইন শৃঙ্খলা বাহিনীও ব্যস্ত হয়ে পড়েছিল এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

মাঝ রাত থেকে অনেকের শুরু হয়েছিল এই অপেক্ষা। আগের দিন উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফিরে যাননি কেউ কেউ।

তারা জানান, “প্রথম পর্যায়ে এই সেতু পাড়ি দিতে পেরে অনেক খুশি।”

এ যেন এক নতুন স্বপ্ন, নতুন উদ্যোম আর নতুন বাংলাদেশের বিজয়ের গল্প। পদ্মা সেতু সর্ব সাধারণের জন্য খুলে দেওয়ায় সাথে সাথে এর নেতৃত্ব দিয়েছে হাজার হাজার তরুণ বাইকার। সেই অপ্রতিরোধ্য বাইকারদের কোনভাবেই ঠেকানো যায়নি। তারপর একটি দুটি করে বাস-ট্রাক পদ্মাসেতুর টোল প্লাজা পার হয়েছে।

 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি