ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

আশার আলো দেখতে পাচ্ছেন নিবন্ধিত শিক্ষকরা (ভিডিও)

আতিক রহমান পূর্ণিয়া, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ১৩ আগস্ট ২০২২ | আপডেট: ১৬:০৩, ১৩ আগস্ট ২০২২

চাকরির দাবিতে অনশনের ৬৯ দিনের মাথায় আশার আলো দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ- এনটিআরসিএ’র নিবন্ধিত শিক্ষকরা। তাদের দাবি মেনে নিতে এনটিআরসিএকে সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।

প্যানেলভিত্তিক নিয়োগসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে গত ৬৯ দিন ধরে অনশন নিবন্ধিত শিক্ষকদের। বেসরকারি শিক্ষক নিবন্ধনকারী জাতীয় সংস্থা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ গত ১৫ বছরে প্রায় ছয় লাখ শিক্ষককে নিবন্ধন করেছে। এর মধ্যে প্রায় ৫০ হাজার শিক্ষক যোগ্যতা অর্জন করলেও বিভিন্ন সময়ে আবেদন করে চাকরি পাননি। তারাই অনশন করছেন চাকরির দাবিতে।

অনশনকারীর একজন জানান, “এনটিআরসিএ কর্তৃক নিবন্ধিত শিক্ষক হয়েছি, ২০০৫ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা যারা নিয়োগবঞ্চিত আছি তাদেরকেই নিয়েই আজকে এই অনশন।”

অনশন থেকে দাবি নিয়ে এনটিআরসিএ’র সাথে সভাও হয় আগে।

অনশনকারীর অন্য আরেকজন জানান, “দুই মাস যাবত গণঅনশন চালিয়ে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় এই দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে থাকলেও এনটিআরসিএ তথা সরকারের কোনো সুদৃষ্টি আমরা আকর্ষণ করতে পারিনি। বাংলাদেশের ইতিহাসে এটি জঘন্যতম একটি বিষয় বলে মনে করি।”

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি বিষয়টি আলোচনায় আনে গত বৃহস্পতিবারের সভায়। অনুরোধ জানানো হয় বিষয়টি সুরাহা করার।

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক এম এ মতিন এমপি বলেন, “তাদের পক্ষ থেকে তিনজন, এনটিআরসিএ’র পক্ষ থেকে ২-৩ জন এবং শিক্ষা মন্ত্রণালয়- একটা ত্রিপক্ষীয় মিটিং যদি করা হয়, তাদের দাবিগুলো যদি শোনা হয় এবং যদি উপযুক্ত হয় অবশ্য সেটা বিবেচনা করা উচিত বলে মনে করি। দাবি উত্থাপনের পর আলোচনায় শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন।”

এমএ মতিন জানান, শিক্ষামন্ত্রী বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি