ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

প্যাকেটে ঢুকেই সাধারণ পণ্য হচ্ছে প্রিমিয়াম আর অর্গানিক (ভিডিও)

মেহেদী হাসান

প্রকাশিত : ২২:১২, ৬ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২২:১৪, ৬ সেপ্টেম্বর ২০২২

পণ্যের গুণগত মানে কোনো হেরফের নেই। তবে প্যাকেটজাতের পর হয়ে যাচ্ছে প্রিমিয়াম বা অর্গানিক। আর এসব পণ্য অতিউচ্চমূল্যে বিক্রি হচ্ছে সুপারশপগুলোতে। ভোক্তাদের এমন অভিযোগের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হওয়ায় সতর্ক করা হয়েছে সুপার শপগুলোকে।

ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে সুপার শপগুলোকে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বৈঠকে বসে। 

সুপার শপগুলো ডিম, চাল, মশলার মতো বেশকিছু পণ্য প্যাকেটজাত করে, অর্গানিক বা প্রিমিয়াম নাম দিয়ে বাড়তি দামে বিক্রি করছে এবং অনেক ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি মুনাফা করছে, এমন অভিযোগ ছিল ভোক্তাদের। সরেজমিন পরিদর্শনে এসব অভিযোগের প্রমাণ পান অধিদফতরের কর্মকর্তারা। 

তবে সুপার শপগুলো দায় চাপানের চেষ্টা করে পণ্যের উৎপাদক ও সরবরাহকারীদের উপর। 

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন বলছে, নানা কৌশলে ভোক্তাদের পকেট কাটা হচ্ছে। 

এমন পরিস্থিতিতে উৎপাদক ও সরবরাহকারীদের সাথে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করা হবে বলে জানায় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। 

সুপার শপগুলোর লোকসানের কথা বললেও তাদের ব্যবসা কি করে সম্প্রসারিত হচ্ছে, এমন প্রশ্ন অধিদফতরের।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি