বিজয় দিবস উপলক্ষে উত্তরায়ণ এর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রকাশিত : ১৫:৪৩, ১৪ ডিসেম্বর ২০২২
মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরায়ণ একাডেমি শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। এ প্রতিযোগিতা আগামী ১৫ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে চারটা পর্যন্ত রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
চারটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ক বিভাগের অন্তর্ভুক্ত শিশু থেকে দ্বিতীয় শ্রেণির চিত্রাঙ্কনের বিষয়বস্ত থাকছে উন্মুক্ত। একইভাবে চিত্রাঙ্কনের বিষয় উন্মুক্ত থাকছে খ বিভাগের অন্তর্ভুক্ত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য। গ বিভাগের অন্তর্ভুক্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আঁকার বিষয়বস্তু হচ্ছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ঘ বিভাগের অন্তর্ভুক্ত-তাদের চিত্রাঙ্কনের বিষয় হলো মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ।
আয়োজক সংগঠন জানিয়েছে, শিশু চিত্রাঙ্কন বিশেষজ্ঞরা প্রতিযোগীদের চিত্রাঙ্কন মূল্যায়ন করবেন। প্রতি বিভাগে তিনজনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক প্রতিযোগীকে সনদপত্র প্রদান করা হবে। প্রতিযোগীতার সময় আয়োজনকারীদের পক্ষ থেকে শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে। চিত্রাঙ্কনের অন্যন্যা সব ধরনের উপকরণ প্রতিযোগিদের নিয়ে আসতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিবন্ধন করছে শিক্ষার্থীরা। বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ চলাকালীন সময়ে নিবন্ধনপত্র (রেজিস্ট্রেশন ফরম) পাওয়া যাবে। ১৪ ডিসেম্বর পর্যন্ত এই নিবন্ধন চলবে।
নিবন্ধনের জন্য যোগাযোগ করা যেতে পারে ০১৬৭৪-৮৯২৬৮৪ -এই মুঠোফোন নাম্বারে।
আগামী ১৬ ডিসেম্বর সকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।
এসবি/