ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রেড ক্রিসেন্টের ফ্রি ক্যাম্পেইনে শতাধিক অস্ত্রোপচার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ৯ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে পারস্পরিক সহযোগিতায় ফ্রি সার্জিক্যাল ক্যাম্পেইন শেষ করেছে কাতার রেড ক্রিসেন্ট। গত ৪ মার্চ শুরু হওয়া ক্যাম্পেইন শেষ হয় আজ বৃহস্পতিবার। ৬দিনের এই বিশেষ ক্যাম্পেইনে শিশুসহ ঢাকা ও টেকনাফের ১২০ জন রোগীকে পেডিয়াট্রিক, কার্ডিয়াক ও জেনারেল সার্জারি করা হয়। 

ঢাকা ও টেকনাফে পরিচালিত দুটি ক্যাম্পেইনে কাজ করেছে কাতার রেড ক্রিসেন্টের ৯জন চিকিৎসক। ঢাকায় শিশুদের হৃদরোগ চিকিৎসায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি) এ ৮৯টি বাচ্চার অস্ত্রোপচার করা হয়।

কাতারের চিকিৎসক প্রফেসর ডা. ইউনূসের নেতৃত্বে ঢাকায় ৫ জনের চিকিৎসক দল অস্ত্রোপচার করেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুসহ সব বয়সের ৩১জন রোগীকে পেডিয়াট্রিক ও জেনারেল সার্জারি করা হয়। ডা. সোহেল আহমেদের নেতৃত্বে টেকনাফে ৪ জনের চিকিৎসক দল সার্জারি করেন।  

ক্যাম্পেইনের শেষ দিনে আজ বৃহস্পতিবার দুপুরে ৭ জনের প্রতিনিধি দল জাতীয় সদর দপ্তরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব এর সাথে সাক্ষাৎ করেন।

বাংলাদেশে এধরণের ক্যাম্পেইন করার জন্য কাতার রেড ক্রিসেন্টকে ধন্যবাদ দিয়ে সম্প্রতি মাগুরার শ্রীপুরের টুপিপাড়ায় স্থাপিত ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে তাদের আমন্ত্রণ জানান।

ভবিষ্যতে বাংলাদেশে এধরণের আরো ক্যাম্পেইন করার পরিকল্পনার কথা জানান কাতার রেড ক্রিসেন্টের হেড অফ মিশন আবদেল মোনায়েম। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব সুলতান আহমেদ, স্বাস্থ্য বিভাগ ও হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির (অব.) এবং ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান। 

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে টেকনাফে বিনামূল্যে পরিচালিত সার্জিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে ৫৭জন রোগীকে পেডিয়াট্রিক ও জেনারেল সার্জারি করা হয়। ২০১৯ সালেও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে পারস্পরিক সহযোগিতায় সার্জিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে কাতার রেড ক্রিসেন্ট।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি