বাংলাদেশে বিনিয়োগে শীর্ষস্থান ধরে রাখবে যুক্তরাষ্ট্র (ভিডিও)
প্রকাশিত : ০৯:৫৯, ১৬ মার্চ ২০২৩
বাংলাদেশে বিদেশি বিনিয়োগে যুক্তরাষ্ট্র শীর্ষস্থান ধরে রাখবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্মাণাধীন ‘ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’ প্রকল্প পরিদর্শনকালে একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
নারায়ণগঞ্জের মেঘনাঘাটে নির্মাণ করা হচ্ছে ৫৮৪ মেগাওয়াট গ্যাস-ভিত্তিক কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট।
স্ট্রাটেজিক ফাইন্যান্স লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও জেনারেল ইলেকট্রিকের একটি কনসোর্টিয়াম এটি নির্মাণ করছে। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান বা ইপিসি হিসেবে কাজ করছে জিই। পরে নেব্রাস পাওয়ার ইনভেস্টমেন্ট বি.ভি ২৪ শতাংশ ইক্যুয়িটি অংশীদারিত্ব নিয়ে প্রকল্পে যুক্ত হয়।
বিদ্যুৎ প্রকল্পটি পরিদর্শনে এসে রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের জানান, মার্কিন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তবে এদেশের রেগুলেটরি বডিগুলো আরও শক্তিশালী হওয়া খুবই দরকার।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগে যুক্তরাষ্ট্র শীর্ষস্থান ধরে রাখবে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী নাফিজ সারাফাত বলেন, সাশ্রয়ীমূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড।
ইউনিক মেঘনাঘাট পাওয়ার প্রকল্পের কাজের অগ্রগতি ৯২ শতাংশ। সব ঠিক থাকলে অক্টোবরে কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে যাবে।
এএইচ