ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়া সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ৯ এপ্রিল ২০২৩

রাজধানীর সেগুনবাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেলো কুষ্টিয়া সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল।

এবারের আয়োজনে একটু ব্যতিক্রম মাত্রা যোগ করেন পরিচালনা কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় কর্মরত কুষ্টিয়ার সাংবাদিকদের মাঝে অনুদান বিতরণ করা হয়। 

এর আগে বিকেলে ফোরামের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কুমারখালী উপজেলা সমিতি ঢাকার সভাপতি ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাবেক সভাপতি শেখ রবিউল হক, কুষ্টিয়া জেলা সমিতির সাবেক মহাসচিব আব্দুর রউফ, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি শেখ নজরুল ইসলাম, দৌলতপুর সোসাইটি ঢাকার সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব খান আনসার আলী, খোকসা উপজেলা কল্যান সমিতির মহাসচিব মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আইয়ুব আনসারী, এরপর খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি শেখ নজরুল ইসলাম বক্তব্য প্রদান করেন এবং বলেন আগামীতে তিনি খুলনা বিভাগের প্রতিটা জেলার সাংবাদিক ফোরামকে আরো সুন্দর ও সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সকল ধরনের সহায়তা প্রদান করবেন।

পরে ফোরামের নির্বাহী সদস্য এবং সিনিয়র সাংবাদিক আতিক হেলাল সুমধুর কন্ঠে ইসলামী সঙ্গীত এবং গজল পরিবেশন করে উপস্থিত সবাইকে বিমোহিত করেন। শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি