কলকাতায় বিচারপতি চিত্ততোষ মুখার্জীর সাথে ডা. স্বপ্নীলের সাক্ষাৎ
প্রকাশিত : ১৩:২৭, ৩০ এপ্রিল ২০২৩
গত ২৯ এপ্রিল কলকাতায় স্যার আশুতোষ মুখার্জী এভিনিউতে তার বাসভবনে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিচারপতি চিত্ততোষ মুখার্জীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। এ সময় উপস্থিত ছিলেন বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের কনভেনর সৌম্যব্রত দাস।
বৈঠকে বিচারপতি মুখার্জী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্ব বাংলাদেশ যেভাবে অগ্রগতি অর্জন করছে সে বিষয়ে তার গভীর সন্তুস্টির কথা জানান।
বাঙালিদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা অটুট রাখা আর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের মধ্যে মেলবন্ধন তৈরিতে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড ও সম্প্রীতি বাংলাদেশের মধ্যে আরো ঘনিস্ট সহযোগিতা তৈরি ও যৌথভাবে কাজ করার বিষয়গুলোও তাদের আলোচনায় উঠে আসে।
উল্লেখ্য বিচারপতি চিত্ততোষ মুখার্জীর নেতৃত্বে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর ১১৪টি শহরে বাঙালিদের মধ্যে যোগাযোগ ও নেটওয়ার্কিং প্রতিষ্ঠায় কাজ করছে।
বিগত কোভিড-১৯ প্যান্ডেমিকের সময়ে বিচারপতি মুখার্জীর উদ্যোগ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে এসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব এ্যামেরিকা অব ইন্ডিয়ান অরিজিন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে পাচ শতাধিক পোর্টেবল ভেন্টিলেটর পাঠিয়েছিলো।
বৈঠকে বিচারপতি মুখার্জী একাত্তরের চেতনায় একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিস্ঠায় সম্প্রীতি বাংলাদেশের বহমাত্রিক কর্মকান্ডের উচ্ছসিত প্রশংসা করেন।
বিচারপতি চিত্ততোষ মুখার্তী তার বর্নাধ্য কর্মজীবনে মহারাস্ট্র, কর্নাটক ও গোয়ার গভর্নর এবং কোলকাতা ও বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতিপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার পিতামহ বিচারপতি আশুতোষ মুখার্জী কোলকাতা হাইকোর্টের প্রদান বিচারপতি ও কোলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
বিচারপতি মুখার্জীর চাচা শ্যামাপ্রসাদ মুখার্জী ছিলেন ভারতীয় জনতা পার্টির পূর্বসুরী ভারতীয় জনসংঘের প্রতিস্ঠাতা ও নেহেরু মন্ত্রীসভায় স্বাধীন ভারতের প্রথম শিল্প মন্ত্রী। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এক সময় তার সচিব ছিলেন। ভারতীয় মন্ত্রীসভার সদস্যবৃন্দ কোলকাতায় আসলে বিচারপতি চিত্ততোষ মুখার্জীর প্রতি শ্রদ্ধা না জানিয়ে ফিরে যান না।
এসবি/