ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে বিদেশি শিক্ষার্থী (ভিডিও)

শিউলি শবনম

প্রকাশিত : ১২:২৪, ৯ জুলাই ২০২৩

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আগ্রহী হয়ে উঠছে বিদেশি শিক্ষার্থীরা। উচ্চশিক্ষায় ধারাবাহিকভাবে বাড়ছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। প্রতি বছর ভর্তি হচ্ছে ২ হাজারের বেশি নতুন শিক্ষার্থী। সবচেয়ে বেশি ভর্তি মেডিকেল শিক্ষায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থী বাড়লেও উচ্চ শিক্ষার অনুকূল পরিবেশের অভাবে এখনও ভর্তির কোটাই পূরণ করতে পারছে না অধিকাংশ প্রতিষ্ঠান।

রাজধানীর একটি বেসরকারি মেডিকেলে তৃতীয় বর্ষে পড়ছেন কাশ্মীরের মেয়ে রাবেয়া রফিক। তিনি বলছেন, তার দেশের অন্য শিক্ষার্থীদের কাছে বাংলাদেশী শিক্ষা ব্যবস্থার সুনামের কথা শুনেই তিনি মূলত এদেশে পড়তে এসেছেন। 

এদেশের সামাজিক নিরাপত্তাকে এগিয়ে রাখছেন রাজস্থানের মেয়ে মানতাশা। 

কম শিক্ষাব্যয়, আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম ও শিক্ষকদের আন্তরিক পাঠদান প্রক্রিয়া, অনুকূল পরিবেশসহ বিভিন্ন বিষয়ের কারণে পড়াশোনার জন্য বাংলাদেশকে বেছে নেয়ার কথা জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসির তথ্য বলছে, ২০১৮ সালের পর থেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, চীন, ইরান, মিয়ানমার, অস্ট্রেলিয়াসহ ২৬টি দেশের শিক্ষার্থীরা পড়ছেন এদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ভর্তি হচ্ছে প্রায় ৭ শত এবং বেসরকারিতে দেড় হাজার শিক্ষার্থী । 

আবাসন সংকটসহ, ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় তুলনামূলক কম শিক্ষার্থী ভর্তি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। 

বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়াকে শিক্ষা ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন বলছেন শিক্ষাবিদরা। 

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর বলেন, “নেপালে যে ডাক্তার রয়েছে তার ৮০ শতাংশ ডিগ্রি নিয়েছে বাংলাদেশ থেকে। সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে এবং ভুটানের প্রাইম মিনিস্টার বাংলাদেশের পাবলিক মেডিকেল কলেজ থেকে শিক্ষা গ্রহণ করেছেন।”

তবে বিদেশি শিক্ষার্থী আকর্ষণে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ, গবেষণার পরিবেশ তৈরি, আবাসন সুবিধা নিশ্চত করাসহ বিশ্ববিদ্যালয়গুলোর মানন্নোয়নের তাগিদ ইউজিসির।

অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর বলেন, “বিদেশি শিক্ষার্থীরা যখন আসবে এবং তাদের সঙ্গে যখন বাংলাদেশের শিক্ষার্থীরা একসঙ্গে পড়াশুনা করবে তখন কিন্তু ক্লাসরুমের পরিবেশ পরিবর্তন হবে, গবেষণার পরিবেশ পরিবর্তন হবে, শিক্ষকরা অনেক সচেতন হবেন। কারণ বিদেশি শিক্ষার্থী ধরে রাখা একটা চ্যালেঞ্জ।”

এছাড়াও অনলাইনে ভর্তির তথ্য তুলে ধরা, আলাদা কর্ণার স্থাপন, বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব জনসংযোগ সমৃদ্ধ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি