ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গু নিয়ে নতুন ভীতি এক্সপান্ডেড সিনড্রোম (ভিডিও)

পার্থ সারথি

প্রকাশিত : ১৫:০৮, ৩০ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

ভীতি ছড়াচ্ছে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। মাল্টি-অরগান ডিসফাংশন সিনড্রোম বা অনেকগুলো উপসর্গ এক সাথে থাকাটাই এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। ডেঙ্গুর এই ধরনে সাধারণত লিভার, কিডনি, মস্তিষ্ক, হৃৎপিন্ড, ফুসফুস আক্রান্ত হতে পারে। এতে মৃত্যু ঝুঁকি যেমন বেশি আবার সেরে উঠতেও লাগছে বেশি সময়। 

এবার ডেঙ্গুতে আক্রান্ত  রোগীদের ৭৫ ভাগই ভাইরাসটির সেরোটাইপ-২ বা ডেন-২ দ্বারা সংক্রমিত হচ্ছে। এ তথ্য জানিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রেফারেল সেন্টার।

জ্বর না থাকলেও ডেঙ্গু আক্রান্তদের ডায়রিয়া, মাথা ব্যথা ও বুকে পানি জমাসহ নানা উপসর্গ থাকছে।

চিকিৎসকরা জানিয়েছেন, নতুন একটি বা দুটি উপসর্গে আক্রান্তরা দ্রুত সেরে উঠছেন। তবে বিশেষ করে হার্ট, ডায়াবেটিস ও কিডনির সমস্যা যাদের আছে তারা ডেঙ্গুতে আক্রান্ত হলে থাকছে মৃত্যুর ঝুঁকি। 

২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক আয়েশা শিল্পী বলেন, “এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম হচ্ছে রোগী শক হচ্ছে না কিন্তু রোগী খারাপের দিকে চলে যাচ্ছে। ব্রেন, লাঞ্চ, কিডনি, ডায়াবেটিস অথবা লিভারে যদি সমস্যা থাকে সে ক্ষেত্রে রোগী খারাপ দিকে যেতে পারে।”

দেশে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৫শ’রও বেশি মানুষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি