ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

রামোন ম্যাগসেসে পুরস্কার পেলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ৩১ আগস্ট ২০২৩

ইমারেন্টি লিডারশিপ বিভাগে ২০২৩ রামোন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারকে "এশিয়ার নোবেল পুরস্কার" ও বলা হয়ে থাকে। জনসেবা থেকে সামাজিক উদ্ভাবন সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি হিসাবে পুরস্কারটি দেওয়া হয়।

১৯৫৭ সালে প্রাক্তন ফিলিপিনো রাষ্ট্রপতি রামোন ম্যাগসেসে এর স্মৃতি ও সম্মানে এবং রকেফেলার ব্রাদার্স ফান্ড দ্বারা পরিচালিত রামোন ম্যাগসেসে পুরস্কার এশিয়া মহাদেশে কে প্রভাবিত করে এমন সব ব্যক্তিদের সততা, সাহস এবং নিঃস্বার্থ সেবার মূল্যকে উৎসাহিত করে। এই বছর পুরস্কার প্রাপ্তির মাধ্যমে করভি রাকসান্দ এ পর্যন্ত এই সম্মানে ভূষিত ৩৪৪ জন অসামান্য ব্যক্তি এবং সংস্থার এক বিশিষ্ট তালিকায় যুক্ত হলেন, যাদের নিঃস্বার্থ সেবা বিশ্বকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়।

২০২৩ রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ডের জন্য করভি রাকসান্দকে নির্বাচিত করার ক্ষেত্রে পুরস্কার কমিটির পক্ষ থেকে বলা হয় যে, “একটি স্বচ্ছল ও আরামদায়ক জীবনযাপনের সকল সুবিধা থাকা সত্ত্বেও তা থেকে সরে এসে করভি'র সুবিধাবঞ্চিতদের জন্য নিরলস কাজ করা, এবং শিক্ষার গণতন্ত্রীকরণে তার শক্তিশালী, দূরদর্শী নেতৃত্ব এবং হাজার হাজার তরুণকে অনুপ্রাণিত করছে। পুরস্কার কমিটি করভি রাকসান্দ এর অদম্য চেতনা, দূরদর্শী নেতৃত্ব এবং সামাজিক রূপান্তরের প্রতি অটল প্রতিশ্রুতিকে অভিনন্দন জানায়। 

পুরস্কারের প্রাপ্তির স্বীকৃতিতে করভি রাকসান্দ বলেছেন, "এই পুরস্কারটি কেবল আমার নয়, প্রত্যেক ব্যক্তির জন্য যারা এই অবিশ্বাস্য যাত্রার আমার সাথে অংশীদার হয়েছেন। আমরা একসাথে প্রমাণ করতে পেরেছি তরুণরা কেবল একটি জাতির প্রতিশ্রুতির বাহক নয়, সে প্রতিশ্রুতির বাস্তবায়নকারি ও হতে পারে।

করভি রাকসান্দ যখন যাত্রা শুরু করেছিলেন তখন বাংলাদেশের রাস্তায় ময়লা কুড়ানো একদল পথশিশু দেখে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। শুরুতে ২০০৭ সালে ঢাকার রায়ের বাজার বস্তিতে একটি ভাড়া রুম এবং মাত্র ১৭ নিয়ে জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তিনি। তারপর থেকে, ফাউন্ডেশনটি দ্রুত বেড়ে উঠেছে এবং এখন পর্যন্ত সারা বাংলাদেশে ৩০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে, সরকার স্বীকৃত, ইংরেজি ভাষায় চালিত শিক্ষা প্রদান করেছে।

সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য করভি রাকসান্দ আরও বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যেমন ২০১০ সালে এইচআরএইচ প্রিন্স অফ ওয়েলস থেকে আন্তর্জাতিক বিভাগে মোজাইক ট্যালেন্ট এওয়ার্ড, ২০১৩ সালে কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস, ২০১৭ সালে আন্ড্রু ই, রাইস অনারেবল মেনশন এওয়ার্ড, ২০২১ সালে যুক্তরাজ্য সরকার কর্তৃক কমনওয়েলথা পয়েন্ট অফ লাইট পুরস্কার, ২০২২ সালে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক শেখ হাসিনা যুব স্বেচ্ছাসেবক পুরস্কার। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি