ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

৩০০ স্বেচ্ছাসেবী রক্তদাতাকে সম্মাননা দিল কোয়ান্টাম ফাউন্ডেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ১১ ডিসেম্বর ২০২৩

স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন জীবনে একাধিকবার রক্তদানকারী ৩০০ জন স্বেচ্ছাসেবী রক্তদাতাকে সম্মাননা প্রদান করেছে।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছায় রক্তদাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।
তিনি বলেন, স্বেচ্ছা রক্তদাতারা রক্তদানের মাধ্যমে কোনো রকম প্রত্যাশা ছাড়াই মূলত নিজ অস্তিত্বের একটি অংশ দান করেন। তাদেরকে অভিনন্দন। স্মার্ট বাংলাদেশ গড়তে এমন ত্যাগী মানুষেরই প্রয়োজন।

প্রধান অতিধি বলেন, মুমূর্ষু কিংবা ঝলসে যাওয়া রোগীদের জন্যে স্বেচ্ছা রক্তদাতাদের রক্তদানের এই ধারা অব্যাহত রাখতে হবে। নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। রক্তদান ছাড়াও কোয়ান্টাম ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাপী মেডিটেশন এখন বিকল্প চিকিৎসা পদ্ধতি।

এসময় তিনি স্বেচ্ছা রক্তদাতাদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন। কমপক্ষে ৩ বার রক্তদান করে লাইফ লং, ১০ বারের দানে সিলভার, ২৫ বারের গোল্ডেন এবং ৫০ বার রক্তদান করে প্লাটিনাম ক্লাবের সদস্য হয়েছেন- এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়। 

কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক নাহার আল বোখারির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক এম রেজাউল হাসান।

সূত্র; বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি