ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোবাইল ফোন করোনামুক্ত রাখবেন যেভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

শুধু নিঃশ্বাস বা সংস্পর্শে নয়, করোনাভাইরাস ছড়াতে পারে আপনার মোবাইল ফোনের মাধ্যমেও। এমনই আতঙ্কের কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা। স্ট্যান্ডফোর্ডের সমীক্ষায় জানা গেছে টয়লেট সিটের থেকেও বেশি জীবাণু থাকে মোবাইল ফোনে।

গবেষকরা জানিয়েছেন, যে কোনো রকম ধাতু, কাচ, প্লাস্টিকে করোনা ভাইরাস ৯ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।

কীভাবে সুরক্ষিত রাখবেন মোবাইল ফোনটি

* প্রথমত ফোন সুইচ অফ করে ব্যাক কভার খুলে রাখুন।

* ফোন ধরার আগে এবং পরে হাত ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন।

* অথবা বারবার স্যানিটাইজার ব্যবহার করুন।

* অপনার ফোনে স্ক্রিন গার্ড আছে কিনা সেটা নিশ্চিত করুন।

* মোবাইল ফোন পরিষ্কারের জন্য স্পিরিট মাইক্রোফাইবার কাপড়ে দিয়ে পরিষ্কার করুন।

* শুধু মোবাইলের স্ক্রিনই নয় মোবাইলের বাইরের পেছনের দিকটিও একইভাবে পরিষ্কার করতে হবে।

* ইয়ারবাড দিয়ে চার্জিং পোর্ট ও পেছনের স্পিকার ভালো করে পরিষ্কার করতে হবে।

* প্লাস্টিক এবং সিলিকনের ব্যাককভার ফোনে থাকলে সেটি খুলে নিয়ে গরম পানিতে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন।

* কথা বলার জন্য যতটা সম্ভব ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করুন

* ফোন এবং কভার পরিষ্কার হয়ে গেলে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর মোবাইল ফোনের সুইচ অন করুন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি