ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

আফজাল হোসেন খোকার মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১১ ফেব্রুয়ারি ২০২০

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট ব্যবসায়ী, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি এবং পাবনা ডায়াবেটিক সমিতি, রাইফেলস ক্লাব ও লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন খোকার ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ।

বর্ণাঢ্য জীবনের অধিকারী আফজাল হোসেন খোকা ১৯৪১ সালের ৬ মার্চ পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৭২ সালের ১২ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে পাবনা সার্কিট হাউসে বৈঠক করেন তিনি। বৈঠকে যুদ্ধবিধ্বস্ত পাবনার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আফজাল হোসেন খোকাকে নির্দেশনা দেন বঙ্গবন্ধু। পরে তিনি বিভিন্ন সংগঠন ও সমিতি প্রতিষ্ঠা করেন।

১৯৭৩ সাল থেকে আমৃত্যু পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করেন এই ব্যবসায়ী। তার প্রচেষ্টায় পাবনায় আমদানি-রপ্তানি অফিস, তাঁত বোর্ডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস স্থাপিত হয়। তার ছোট ভাই ফজলুল হক মুক্তিযুদ্ধে শহীদ হন। পরে শহরের মুজাহিদ ক্লাব এলাকায় তার নামে 'শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়' প্রতিষ্ঠা করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার ও পাবনা চেম্বারসহ বিভিন্ন সংগঠন দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি