ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সাবেক জাতীয় ফুটবলার হেলাল আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ৩০ মে ২০২০ | আপডেট: ১৪:০৬, ৩০ মে ২০২০

সাবেক জাতীয় ফুটবলার গোলাম রাব্বানী হেলাল মারা গেছেন। তিনি শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে দুপুর সোয়া ১২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

গত বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল। পরে সেখানে তাকে ভর্তি করা হয়। তিনি স্ট্রোক করেছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এছাড়া তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। ব্যাংককের হাসপাতালে এই রোগের চিকিৎসাও নিয়েছেন তিনি। তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হতো।

উল্লেখ্য, গোলাম রাব্বানী হেলাল ১৯৭৫-১৯৮৮ পর্যন্ত ঢাকা আবাহনীর খুবই পরিচিত মুখ ছিলেন। মাঝে আড়াই মাস বিজেএমসিতে কাটানো ছাড়া ক্যারিয়ারে পুরো সময়ই ছিলেন আবাহনী ক্লাবেই।

খেলা ছেড়ে আবাহনীর পরিচালক হয়েছেন। একই ক্লাবের ফুটবল দলের নানা দায়িত্ব পালন করেছেন।

১৯৭৮ সালে ঢাকায় এশীয় যুব ফুটবল দিয়ে জাতীয় পর্যায়ে খেলা শুরু। পরের বছর মূল জাতীয় দলে খেলা শুরু করেন। মাঝে বিরতি পড়লেও খেলেছেন ১৯৮৫ পর্যন্ত। ১৯৭৮ লিগে ওয়ারীর কাছে দুবার হেরেছিল আবাহনী। পরের বছরই হেলাল হ্যাটট্রিক করেন ওয়ারীর বিপক্ষে। হেলাল বাফুফের নির্বাহী কমিটির সদস্য হন ২০০৮ সালে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি