বঙ্গবন্ধুর বাল্য বন্ধু শামসুদ্দীন মোল্লার মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৮:৩৭, ১০ জুলাই ২০২০
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বাল্য বন্ধু ও ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লার ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাধীন সদরদী গ্রামে ১৯২১ সালের ২০ এপ্রিল জন্ম গ্রহণ করেন তিনি।
কলকাতার ইসলামিয়া কলেজ থেকে তিনি ডিগ্রি পাস করেন ১৯৪৬ সালে। ইসলামিয়া কলেজে একই ক্লাসে অধ্যয়ন এবং কলেজ হোস্টেলের একই রুমে থাকার সুবাদে তাদের ঘনিষ্ঠতা বন্ধুত্বে রূপ নেয়। বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় শামসুদ্দীন মোল্লা নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের সান্নিধ্যে আসেন।
১৯৪৯ সালে মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে শামসুদ্দীন মোল্লা তার কার্য নির্বাহী কমিটিতে জায়গা করে নেন। ১৯৭২ সালে গঠিত বাংলাদেশের সংবিধান রচয়িতা কমিটির অন্যতম সদস্য ছিলেন মরহুম শামসুদ্দীন মোল্লা।
এসএ/